Doinik Bangla Khobor

আশুলিয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে একহাজার পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ

মানসুরা আক্তার কাকলী :
সাভার উপজেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ খেটে খাওয়া,কর্মহীন মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১৪ই মে) বিকাল তিনটায় ঢাকার অদূরের শিল্পাঞ্চল আশুলিয়ার গাজিরচট আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ভাইস চেয়ারম্যান এসোসিয়েশনের ১নং যুগ্ম আহ্বায়ক এবং আশুলিয়া থানা যুবলীগের সাবেক বিপ্লবী প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন খান এর নিজস্ব অর্থায়নে কর্মহীন অসহায় খেটে খাওয়া একহাজার পরিবারের মধ্যে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মানবতার ফেরিওয়ালা সাভার আশুলিয়ার জনগণের নেতা মঞ্জুরুল আলম রাজীব বলেন, করোনা ভাইরাস একটি মহামারী ছোঁয়াচে রোগ। তবে এতে আতঙ্কিত না হয়ে তা প্রতিরোধে আমাদের সকলকে সচেতন থাকতে হবে। সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। তাহলে এই মহামারী করোনাভাইরাস প্রাদুর্ভাব থেকে বাংলাদেশের মানুষ বাঁচবে। বাংলাদেশের মানুষ বাঁচলে দেশ বাঁচবে।
তিনি আরো বলেন, দেশের যতদিন এই করোনা মহামারী থাকবে, ততদিন বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ আওয়ামী লীগ সরকার আপনাদের পাশে আছে এবং থাকবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক বিপ্লবী ছাত্রনেতা মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি আবু তাহের, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ সানা, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুজ্জামান আতিক, আশুলিয়া থানা ছাত্রলীগের সভাপতি শামীম, স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ লীগের নেতা কর্মীগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ।