বিশেষ প্রতিনিধি :
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট কবি, সাহিত্যিক, সিনিয়র সাংবাদিক ও সংগঠক এ এস
এম সাদেকুল ইসলাম।
তিনি বলেন ঈদ মুসলিম উম্মাহর একটি ধর্মীয় কালচার ও সিয়াম সাধনার পর এক আনন্দের আমেজ যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে সকল মুসলমানের জন্য পালনীয় কর্তব্য বিধান।
ঈদের শিক্ষা হলো ধৈর্য্য, সাধনা, ত্যাগ ও আল্লাহর রেজামন্দি হাসিলের বিনিময়ে আনন্দ ও তৃপ্তি উপভোগ করা। এবং একে অপরের সাথে সম্প্রীতি প্রগাঢ় করে সকলেই সাম্য সমতা বজায় রেখে আনন্দ উপভোগ করা। ইসলামের ভিত্তি রমজান মাসেই ইসলামের অন্যতম আরেক স্তম্ভ যাকাত প্রদানের মাধ্যমে অস্বচ্ছলকে স্বচ্ছল ও স্বাবলম্বী করে তোলা। তাতেই ঈদের
পূর্ণ আনন্দ এবং সিয়াম সাধনার পূর্ণ ফজিলত হাসিল করার সহজ মাধ্যম।
কবি ও সাংবাদিক সাদেকুল ইসলাম
দেশবাসীকে আসন্ন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান। সেই সাথে
দৈনিক পি'আর'বি নিউজ,পত্রিকার সকল সংবাদকর্মী, প্রতিনিধি, কলাকৌশলী ও সংগঠনের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
পবিত্র রমজানের শিক্ষা হিসেবে ধৈর্য্যশীল হওয়া ও অশালীন কর্মকাণ্ড থেকে বেঁচে থাকতে মহান আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করাও আবশ্যক
বলে তিনি সকলকে উদ্বুদ্ধ করেন।