ভ্রামমান প্রতিনিধি :
বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে বাংলাদেশের করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ ধারন করেছে বাংলাদেশ সল্প উন্নত দেশ হওয়ায় সামাজিক দুরত্ব বজায় রেখে দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্লভ সাহসিকতায় সিমিত আকারে লকডাউন পরিহার করে সবকিছু কিছু সচল রাখে সামাজিক দুরত্ব বজায় রাখা সহ মাক্স পরা বাধ্যতামুলক করা হয় করোনাভাইরাসের প্রভাব শিতিল না হতেই চলে আসে মুসলমান ধর্মাবলম্বীদের আত্ম ত্যাগের বিনিময়ের পবিত্র ঈদুল আযহার অনুষ্ঠান ঈদুল আযহার ছুঠিতে সরকারের বিধি নিষেধ থাকলেও মানতে নারাজ ঘরমুখি শ্রমজীবী জনতা রংপুর গামি পিকআপের যাত্রী মোঃ বাবুলের কাছে করোনা ও সরকারি বিধি নিষেধের বিষয় বলতেই তিনি বলেন করোনা কে ভয় পেয়ে কি বাড়ি যাবো না আমরা গরিব মানুষ গাড়ি ভাড়া অতিরিক্ত হওয়ায় জীবনের ঝুকি নিয়ে পিকআপে করে বাড়ি রওনা করছি আল্লাহ যদি নেয় তাহলে বাড়ি যেতে পারবো ঘরমুখী বাড়িমুখি শ্রমজিবিদের ঢাকা ত্যাগের বিষয় নিয়ে শ্রমিকনেতা তুহিন চৌধুরী বলেন আমরা শ্রমিকদের করোনার বিষয় অনেক সচেতনতা তৈরি করতে বিভিন্ন কাজ করে যাচ্ছি ঈদের ছুটিতে শ্রমিকদের বাড়িমুখি না করা কষ্টসাধ্য শ্রমিকেরা এমনিতেই ছুটি কম পায় বলেই করোনা কে ভয় না করেই বাড়ি ছুটছে ,শ্রমিকনেতা তুহিন জানান সামাজিক দুরত্ব বজায় না রাখলে মাক্স ব্যবহার না করলে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ রুপ নিতে পারে