মোহাম্মদ মেজবাহ উদ্দিন :
আজ সকাল ১০ টায় পটুয়াখালীর কোডেক সেন্টারে অ্যাডাব এর আয়োজনে বিভিন্ন এনজিও সমন্বয় প্রকল্প প্রস্তাবনা তৈরি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী সদর উপজেলার সম্মানিত ইউএনও জান্নাত আরা নাহিদ। প্রশিক্ষণ অনুষ্ঠানে পটুয়াখালী এডাবের সভাপতি শামসুন্নাহার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এডাব কেন্দ্রীয় কার্যালয়ের পরিচালক কাওসার আহমেদ কনক। এছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এনজিও এর পরিচালক ও উদ্ধর্তন কর্মকর্তাগন এ প্রশিক্ষণে অংশগ্রহন করেন।
প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা নাহিদ তার বক্তব্যে বলেন, বরিশাল বিভাগের আগত সকল এনজিও কর্মকর্তাদের প্রকল্প প্রস্তাবনার উপর এধরণের প্রশিক্ষণ কে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি ধন্যবাদ জানাই এডাবকে।
উন্নয়নের অংশীদার হিসেবে এনজিওদের কাজ কে তিনি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। তিনি দেশের উন্নয়ন কর্মকান্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়কে গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।