আন্তর্জাতিক ডেস্ক :
তিউনিশিয়ার অন্তত ১৫৫টি স্থানে দাবানল ছড়িয়ে পড়েছে। তবে এখন পর্যন্ত এতে কেউ হতাহত হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দেশটির দমকল বাহিনী। ধারণা করা হচ্ছে, উচ্চ তাপমাত্রার কারণেই এই দাবানলের সৃষ্টি হয়েছে। সম্প্রতি তুরস্ক ও আলজেরিয়ায় ভয়াবহ দাবানল দেখা গেছে। সেই দাবানল নিয়ন্ত্রণে আসার আগেই নতুন করে তিউনিশিয়ায় দাবানলের খবর পাওয়া গেলো। এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
এদিকে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবানল এখনও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি। তবে ৬ট দাবানল এখনো বিপজ্জনকভাবে সক্রিয় রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, বিজের্তে এবং জেনদুবা প্রদেশে এই দাবানলগুলো সৃষ্টি হয়। এতে শত শত হেক্টর বন পুড়ে ছাই হয়ে গেছে। এ সপ্তাহের প্রথমেই দেশটির জাতীয় আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছিল, ১৯৯৯ সালের পর সর্বোচ্চ তাপপ্রবাহ চলছে তিউনিশিয়ায়।