Doinik Bangla Khobor

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান রায়হান।।

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি মোঃ কামরুল হুদা’র দিক নির্দেশনায় চৌদ্দগ্রামের উজিরপুর ইউনিয়নে ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর,বৃহস্পতিবার সন্ধ্যায়  ইউনিয়নের চকলক্ষীপুর গ্রামে ৭ নং ওয়ার্ড বিএনপি দলীয় কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

উক্ত আলোচনা সভায় উজিরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আজিজ মেম্বারের সভাপতিত্বে ও উজিরপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব নবীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
২ নং উজিরপুর ইউনিয়ন যুবদলের সহ সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেনে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং উজবপুর ইউনিয়ন যুবদলের সহপ্রচার সম্পাদক মো আনোয়ার হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো তহিদুল ইসলাম , ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক  সম্পাদক মো নাঈম,ইউনিয়ন  বিএনপি নেতা মো ইব্রাহিম, ৭ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম, ইউনিয়ন কৃষক দলের  যুগ্ম সাধারণ সম্পাদক মো ইছহাক মিয়া, ৭ নং ওয়ার্ড  কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক মো আমির হোসেন, ৭ নং ওয়ার্ড তাঁতি দলের সভাপতি মো মনির হোসেন। এই সময় বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরো নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন ।

এই সময় সবার প্রধান অতিথি ইকবাল হোসেন বলেন , ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবে দেশের তৎকালীন রাজনীতির গতি পাল্টে গিয়েছিল। দেশ ও জাতি পেয়েছিল নতুন ধারার গণতান্ত্রিক দেশ । এই পটপরিবর্তনের পর জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী সত্তা লাভ করে। গণতন্ত্র অর্গলমুক্ত হয়ে অগ্রগতির পথে এগিয়ে যায়, এই দিন থেকে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।