আনিসুর রহমান :
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার সংলগ্ন,সরকার বাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে,সরকার অনুমোদিত একটি বেসরকারি সেবা সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ এর উদ্যোগে তিস্তানদীতে বসতভিটা হারানো ৭শ পরিবারের মাঝে ত্রিপাল বিতরণ করা হয়।১৫ সেপ্টেম্বর দুপুর দুই ঘটিকায় তিস্তানদীতে বসতভিটা হারানো মানুষদের মাঝে ত্রিপাল বিতরণ করা হয়।
ত্রিপাল বিতরণে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা নির্বাহী অফিসার নুরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা ভাইস চেয়াম্যান আশিকুল ইসলাম সাবু মন্ডল, কুড়িগ্রাম-২ আসনের এমপি পুত্র আবু সুফিয়ান পাভেল,উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আমজাদ হোসেন,যুগ্ন আহবায়ক ওয়াহেদ আলী, উপজেলা ছাত্র সমাজের সভাপতি রতন আহমেদ লিটন,সম্পাদক আতিকুল আপেল প্রমুখ।ত্রিপাল বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধায়ন করেন পিসব এর প্রকল্প পরিচালক ইমরান হোসাইন হাবিবী।
ত্রিপাল বিতরণ শেষে রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ সোহরাওয়ার্দী বাপ্পী ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের চর গতিয়াসাম ও বগুড়া পাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।উপস্থিত ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোজ খবর নেন ও নদী শাসনের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আশ্বস্ত করেন।।