আলমগীর হোসেন :
ফারহানা আলম রিতু, পিতা দুলাল মিয়া, দক্ষিন বাগিচাগাঁও কোতয়ালী সদর কুমিল্লার গত ১২ ফেব্রুয়ারি কসবা নয়নপুর বলতলী গ্রামের নুরু মিয়ার ছেলে হোমিও চিকিৎসক মোঃ দেলোয়ার হোসেনের সাথে রিতুর বিয়ে হয়।দুইমাস যেতে না যেতেই গত মঙ্গলবার(১৩/৪/২০০২১)ইং তারিখে রাতের কোনো এক সময়ে স্বামী দেলোয়ার হোসেন, তার পিতা নরু মিয়াসহ কয়েক জন মিলে রিতুকে কে পিটিয়ে প্রানে হত্যা করে পালিয়ে যায়। বলে রিতুর পরিবারের অভিযোগ। কসবা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দেলোয়ারের বাড়ি থেকে রিতুর লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বি- বাড়িয়া হাসপাতালে প্রেরণ করেন। রিতুর হত্যাকাণ্ডটি পরিকল্পিত ভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছেন মর্মে স্হানীয় এলাকায় সুএে জানা যায়।রিতুকে হত্যা করে তার স্বামী, শশুর, শাশুড়ি সবাই পলাতক রহিয়াছে। দেলোয়ার পরিবারের এর অভিযোগ সে নাকি আত্মহত্যা করেছে। মৃতের পুরু শরীরে মারাত্মক জখম আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে সুরতহালে ময়নাতদন্তে মাধ্যমে জানা যায় ।এই বিষয়ে কসবা থানার ওসি ঘটনার সম্পর্কে সত্যতা নিশ্চিত করেছেন। এবং রিতুর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের এর প্রস্তুতি প্রএিয়াধীন। গতকাল রাত বাদ মাগরিব রানিরবাজার জামে মসজিদে রিতুর জানাজা সম্পন্ন শেষে বাগিচাগাঁও কবর স্হানে দাফন সম্পন্ন করা হয়।