নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ছিলো র্যাব - ১১ এর সিপিসি - ২ এর কাছে। সেই অভিযোগের পর থেকে র্যাব তাদের বিরুদ্ধে খুঁজ খবর নিতে থাকে। র্যাবের অনুসন্ধানে জানা যায়, আটক তিনজনের কেউ রাজ মিস্তিরির হেলপার, চা দোকানদার, মাদক ব্যবসায়ী। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা মহানগরীর রাজগঞ্জ এলাকায় চাঁদা আদায় কালে র্যাব'র একটি টিম তাদের হাতেনাতে চাঁদাবাজির দুই হাজার টাকাসহ আটক করেন। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও গ্রহনযোগ্য কোনো মিডিয়ার প্রমাণপত্র দেখাতে পারেননি। তাদের সঙ্গে থাকা "সবুজ বাংলা" টিভির পরিচয়পত্র থাকলেও এই নামের কোনো টিভি চ্যানেলের অস্তিত্ব পাওয়া যায়নি। তবে এরা কুমিল্লায় কর্মরত অনেক সাংবাদিকদের সাথে সম্পর্কের কথা জানান। আটককৃতরা হলেন, কুমিল্লা মহানগরীর ২য় মুরাদপুর দক্ষিণ পাড়া এলাকার আর্মির বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুর রহিম মিয়ার ছেলে মো: আরিফুর রহমান (২৭), দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় এলাকার মোস্তফা মিয়ার ছেলে মো: রনি মিয়া (২৬), দেবিদ্ধার থানার ধামতি এলাকার বর্তমানে টমছম ব্রীজ কমার্স কলেজ সংলগ্ন রিপনের বাসার ভাড়াটিয়া মো: সিদ্দিকুর রহমানের ছেলে মো: ইমাম হোসেন (২৫)। র্যাব জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ দলের লোক, তাদের সাথে অনেক কথিত সাংবাদিক জড়িত থাকার কথা স্বীকার করেছে। আমরা সেই কথিত সাংবাদিকদের বিরুদ্ধে খুঁজ-খবর নিচ্ছি। তদন্তের স্বার্থে নাম বলা যাবেনা বলেও জানান এই র্যাব কর্মকর্তা।