Doinik Bangla Khobor

কুমিল্লার চৌদ্দগ্রামে আগুনে পুড়ে যাওয়া ৮ পরিবারের মধ্যেই নতুন ঘরের চাবি হস্তান্তর

লুৎফুর রহমান রাকিব চৌধুরী,কুমিল্লা থেকে :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়ন পরিষদের জগমোহনপুর গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে জগমোহনপুর গ্রামের হারুন মিয়ার বাড়িতে আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া আটটি পরিবারের মধ্যে নতুন ঘর নির্মাণ শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। ২০ই এপ্রিল বুধবার সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়। এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল বারিক। আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজুল ইসলাম সদ্দার্র।আবদুল ওয়াদুদ।জগমোহনপুর যুব সমাজের আহ্বায়ক নূর মোহাম্মদ। ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান আজিজ। খোকন মিয়া শিকদার।মমতাজ উদ্দিন। যুবলীগের নেতা ইকবাল হাজারী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক।শরিফুল আলম অন্তর ।জাকের পার্টির নেতা আলী মিয়া গাজী ইসমাইল। ছাত্রলীগের নেতা ফারুকসহ স্থানীয় জগমোহনপুর গ্রামবাসী ও যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উল্লেখ্য গত পাঁচ ই মার্চ বৈদুৎতিক শর্ট সাকির্ট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে।সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যাওয়ার পরে নতুন ঘর পেয়ে সকলেই উদ্যোগ গ্রহণ করা ব্যক্তি বর্গের প্রত সন্তষ্টি কামনা করে।কৃতজ্ঞতা প্রকাশ করেন।