বিশেষ প্রতিনিধি :
কমিল্লার তিতাস উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয়দের সহযোগিতায় থানা পুলিশ পিস্তলসহ এক ডাকাতকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে। আটককৃত ডাকাত উপজেলার মাছিমপুর গ্রামের মৃত মতিন ভান্ডালীর ছেলে।
এঘটনায় পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনে মামালা দিয়ে আজ মঙ্গলবার সকালে কুমিল্লা কোর্টে প্রেরণ করেছে। পুলিশ ওস্থানীয় সুত্রে জানা যায় মামুন ডাকাতসহ আরো ৪/৫ জনের একটি সঙ্গবদ্ধ দল রাত আনুমানিক সাড়ে ৮টায় পোড়াকান্দি গ্রামের বালুর মাঠে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন সময় স্থানীয়রা ডাকাত মামুনের হাতে পিস্তল দেখে কেউ ভয়ে তাকে দরতে সাহস পায়নি,পরে পুলিশকে খবর দিলে তিতাস থানার এ এস আই সারওয়ার তালুকদার ঘটনা স্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করতে সক্ষম হয়।
পরে খবর পেয়ে পুলিশ পরিদর্শক(ওসি তদন্ত) মো. শহিদুল ইসলাম,এস আই বিল্লাল হোসেন ও এস আই বাবুল ঘটনা স্থলে গিয়ে ডাকাত মামুনকে পিস্তলসহ থানায় নিয়ে আসে। ওসি তদন্ত শহিদুল ইসলাম বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সাথে কথা বলে মামুনকে থানায় নিয়ে আসি এবং অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে কোর্টে প্রেরণ করেছি। এছড়াও তার নামে একাধিক মামলা রয়েছে, সে তিতাসের চিহ্নত একজন ডাকাত।