কুমিল্লার তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যান পুত্র খুন

অপরাধ

হালিম সৈকত – তিতাস,কুমিল্লা থেকে :
কুমিল্লার তিতাসে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লার পুত্র ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম  সন্ত্রাসী হামলায়  নিহত হয়েছে।

আজ দুপুরে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, একটি মাছের প্রজেক্ট দখল করতে যায় সাবেক মেম্বার সাইফুল ইসলামের ছেলে ও তার লোকজন। বিষয়টিতে বাঁধা দেয় চেয়ারম্যানের ছেলে জহির। পরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে বাঁধে এবং ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে পুলিশ ও বর্তমান চেয়ারম্যান বাবুল আহমেদ এর সামনে থেকে জহিরকে ধরে নিয়ে গেইটে তালা লাগিয়ে কুপিয়ে হত্যা করে সাইফুল মেম্বারের লোকজন। তার হাত ও পায়ের রগ কেঁটে দেয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিক্ষুব্ধ জনতা সাইফুল মেম্বারের বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ভিটিকান্দির ঘটনায় পুলিশসহ  উভয় পক্ষের  ১০ জন আহত।  ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। পুলিশ আসামী ধরার জন্য অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস।

Leave a Reply

Your email address will not be published.