হালিম সৈকত, কুমিল্লা থেকে :
কুমিল্লার তিতাসে পূজামন্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান । এ সময় তিনি তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নের রাধামাধব মন্দির, নম:পাড়া দূর্গা মন্দির ও রামানন্দ গোস্বামী আশ্রমের পূজামন্ডপ পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। দূর্গাপূজা উৎসবমূখর করতে তিনি সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, অপ্রীতিকর কোন তথ্য পেল তাৎক্ষণিক প্রশাসনকে জানাবেন।
প্রশাসন পূজা নির্বিঘ্ন করতে তৎপর রয়েছে।
৩০ সেপ্টেম্বর রাতে পূজা মন্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহাদাত হোসেন, তিতাস উপজেলা নির্বাহী অফিসার এটিএম মোর্শেদ, সহকারি কমিশনার (ভূমি) আশিকুর রহমান, তিতাস থানার অফিসার ইন-চার্জ সুধীন চন্দ্র দাস, পূজা উদযাপন কমিটির সভাপতি রতন কুমার, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, রাধামাধব মন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি সুশীল রায়, প্রধানপৃষ্ঠপোষক হারাধন রায়, চম্পা বেগম মেম্বার, কামাল হোসেন মেম্বার, মুজিবুর রহমান মেম্বার ও ডাঃ শংকর চন্দ্র সূত্রধর প্রমূখ।