তিতাস প্রতিনিধি :
কুমিল্লার তিতাসে উপজেলা পরিষদের অর্থায়নে ৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করে নজির স্থাপন করলেন তিতাস উপজেলা পরিষদ।
৩০ মার্চ সোমবার দুপুরে উপজেলা মিলনায়তনে কুমিল্লার জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর প্রধান অতিথি হিসেবে তিতাসের ৯টি ইউনিয়নে খাদ্য সামগ্রী চেয়ারম্যানদের হাতে তুলে দেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সকল কাজকর্ম বন্ধ থাকায় দিনমজুর, শ্রমিক, অটো রিক্সা, সিএনজি, ভ্যান ও রিক্সা চালকদের মাঝে জনপ্রতি ৫ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি ডাল ও ১ কেজি পেয়াজ বরাদ্দ দেওয়া হয়।
উপজেলা পরিষদের আওতাধীন সকল ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের ব্যক্তিগত তহবিল এবং উপজেলা প্রশাসনে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীদের বেতনের একটি অংশের আর্থিক সহযোগিতায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) সংসদীয় আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীর পরামর্শ ও সার্বিক দিক নির্দেশনায় খাদ্য সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার,
কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ রওশন আলী মাষ্টার,
উপজেলা নির্বাহী অফিসার মোসা. রাশেদা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া খানম, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহৃবায়ক মোঃ নুর নবীসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কলাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ বাহার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সালাহউদ্দিন আহমেদ, ভিটিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন মোল্লা, জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল হক সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আশ্রাফ ও মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক সরকার, তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।