মোঃ আব্দুর রহিম বাবলু :
কুমিল্লা নাঙ্গলকোটে গতকাল রবিবার উপজেলা প্রশাসনের পরিকল্পনায়"আপনি ঘরে থাকুন, দোকান যাবে আপনার ঘরে" এই স্লোগান নিয়ে করোনা ভাইরাসপ্রাদূর্ভাব জনীত পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভ্রাম্যমাণ দোকান উদ্বোধন করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অপিসার লামইয়া সাইফুল।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ভ্রাম্যমাণ দোকান পরিচালনা করছেন মো:শহিদুল ইসলাম বেছু।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অপিসার লামইয়া সাইফুল বলেন- এবার পণ্য যাবে আপনার বাড়ি…তারপরও ঘরে থাকুন। ন্যায্য মূল্যে পণ্য ঘরে ঘরে পৌছানোর জন্য আমাদের এ ক্ষুদ্র প্রয়াস । আপনারা ঘরে থাকুন, ভাম্যমান দোকান আপনার কাছে যাবে,পন্য কিনুন।নিজে সচেতন হোন, অন্যকে সচেতন করুন।