বিশেষ প্রতিবদক :
কুমিল্লার বরুড়ায় সর্বসাধারণের চলাচলের রাস্তায় জোড় করে প্রাচীর নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, সর্বসাধারণের চলাচলের রাস্তায় পৌরসভার জিনসার গ্রামের নাজমা বেগম স্বামী: মোঃ শাহআলম ও মেয়ে প্রিয়া জোর করে দেয়াল নির্মাণ কাজ শুরু করেন। পরে এলাকার মানুষ বাঁধা দিলে তারা না মেনে কাজ চালিয়ে যাচ্ছে। পরে স্থানীয় পৌর কাউন্সিলর বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তাকে অপমানসহ বিভিন্ন ভাষায় গালমন্দ করেন। তাদের আচরণ অতিমাত্রায় খারাপ হলে তিনি নিজেই এলাকাবাসীর পক্ষে থানায় অভিযোগ দায়ের করেন। সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার উপরেই নাজমা বেগম দেয়ালের কাজ করাচ্ছেন। এ বিষয়ে নাজমা বেগমের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটি আমার জায়গা হওয়ায় আমি এখানে কাজ করাচ্ছি। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকমাস আগে এলাকার গন্যমান্য ব্যক্তিসহ নাজমা বেগমের নিকটাত্মীয়ের যোগাযোগের মাধ্যমে রাস্তার মাপ দেওয়া হয়। সেই মাপ অতিক্রম করে তারা এখানে দেয়াল নির্মাণ করছেন। যা এলাকার মানুষের চলাচলের জন্য ব্যপক ক্ষতি হবে। বরুড়া থানায় অভিযোগের পর এস আই আব্দুল মজিদ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সমাধান না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। পৌর কাউন্সিলর বলেন, এটি জনসাধারণের চলাচলের রাস্তা। এ রাস্তা দখল করে কোন ভাবেই দেয়াল নির্মাণ করতে পারে না। আমি বিষয়টি নিয়ে বুঝাতে গেলে আমাকে অপমানসহ খুব খারাপ আচরণ করেছে নাজমা ও তার মেয়ে প্রিয়া। আমি বাধ্য হয়েই থানায় এসে এদের বিরুদ্ধে অভিযোগ করেছি।