Doinik Bangla Khobor

কুমিল্লার মনোহরগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেল প্রায় ১৬হাজার পরিবার

মোঃ হুমায়ুন কবির মানিক :
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় প্রায় ১৬হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে । স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপির দিক নির্দেশনায় গত দু’দিন ব্যাপী ক্রমান্বয়ে ১১টি ইউনিয়নে ভিজিএফ কর্মসূচীর আওতায় প্রতি ১০ (দশ) কেজি চাল উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিতরণের লক্ষ্যে মনোহরগঞ্জ উপজেলার জন্য বরাদ্দকৃত ১৫,২৭৬ (পনের হাজার দুইশত ছিয়াওর) উপকার ভোগীদের মাঝে ১৫২.৭৬০ টন চাল সংশ্লিষ্ট ইউনিয়নে চেয়ারম্যানদের মাধ্যমে বিতরন করা হয়েছে। উপহার সামগ্রী বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা উন্নয়ন সমন্বয়ক মোঃ কামাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম সহ অন্যান্যরা।
বিভিন্ন ইউনিয়নে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান মো: আলমগীর হোসেন, মোঃ আবদুল মান্নান, মোঃ কামাল হোসেন, মোঃ আবদুল মজিদ খান, আশিকুর রহমান হাওলাদার, মো: মফিজুর রহমান, মো: মহি উদ্দিন, মো: আল আমিন, মো: এম এ হান্নান, মো: আবদুল মান্নান চৌধুরী, মো: ইকবাল হোসেন।
বিতরণ কালে ইউনিয়নের ট্যাগ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।