মামুন মজুমদার :
কুমিল্লার লালমাই পাহাড় কাটার অপরাধে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাতে লালমাই পাহাড়ে এই অভিযান চালানো হয়।অভিযানে সদর দক্ষিন মডেল থানার জামমুড়া এলাকার আবুল কাশেমের ছেলে অলি উল্লাহ,জামমুড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে সুমন ও সালমানপুর এলাকার মৃত আঃ লতিফের ছেলে আবুল কালামকে আটক করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শুভাশিস ঘোষ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ বলেন, অবৈধভাবে পাহাড় কাটা আইনগত অপরাধ। লালমাই পাহাড় কাটার সংবাদ গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে ০৩ জনকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
পাহাড় কাটার বিরুদ্ধে প্রশাসন স্বোচ্ছার রয়েছে । অভিযোগ পেলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।