এম শাহীন আলম :
গতকাল ২২ জানুয়ারী বুধবার সন্ধ্যার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজি বাজারে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী 'র নের্তৃত্বে র্যাব -১১ এর একটি অভিযানিক দল বিভিন্ন ঔষধ দোকানে অভিযান চালিয়ে ডাক্তারি যোগ্যতার সঠিক কাগজপত্র ও সাটিফিকেট বিহীন দুই ভূয়া ডাক্তার কে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল এবং নগদ টাকা জরিমানা করেন,ভূয়া কাগজপত্র সাটিফিকেট বিহীন ডাক্তারা হলেন সাহিদা মেডিক্যাল হলের মোঃ আব্দুল্লাহ আল মামুন কে নগদ ৪০ হাজার টাকা জরিমানা সহ এক মাসের বিনাশ্রম কারাদন্ড,অপর জন হলেন ইসলাম মেডিকেল হলের মোঃ আবদুর রহিম কে ১০ হাজার টাকা জরিমানা সহ পনের দিনের জেল দেওয়া হয়, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফ আলী সাংবাদিকদের জানান এই দুই ভূয়া ডাক্তার গত কয়েক বছর ধরে ডাক্তারী সাটিফিকেট ছাড়া মানুষকে চিকিৎসার নামে ধোকা দিচ্ছে এবং তারা স্বাস্হ্য নীতির তোয়াক্কা না করে ব্যবস্হাপএের মাধ্যমে রোগীদের নিজ ইচ্ছা মতো এন্টিবায়োটিকসহ প্যাথলজি লিখে দিচ্ছে যা রোগীদের সহিত প্রতারনার শামিল ,এছাড়াও সাহিদা এবং ইসলাম মেডিক্যাল হলের মালিকদের পরক্ষনে এসব ডাক্তারি সাটিফিকেট বিহীন ভূয়া ডাক্তারদের না সহযোগিতা করার জন্য সর্তক করে দেন,