কুমিল্লায় এনায়েতুল্লাহ আব্বাসীর মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

অপরাধ

বিশেষ প্রতিনিধি :
হযরত আল্লামা ডঃ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরী পীর সাব হুজুরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে দাউদকান্দি তিতাস তাহরিকে খতমে নবুওয়াত এর উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়। গতকাল ২০ মে শুক্রবার বাদ জুম্মা মানববন্ধন ও প্রতিনাদ সভাটি অনুষ্ঠিত হয়। প্রথমে দাউদকান্দির গৌরীপুরে প্রোগ্রামটি অনুষ্ঠিত হওয়ারব কথা থাকলেও পুলুলি বাঁধার কারণে পন্ড হয়ে যায়। পরে সকলে গজারিয়ায় গিয়ে আবারও জড়ো হয়ে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলটি বাস্তবায়ন করেন।

উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভায় হাজার হাজার তৌহিদী জনতা উপস্থিত হয়ে মানববন্ধন কে সফল করে তোলেন। উপস্থিত ছিলেন দাউদকান্দি তিতাস ও গজারিয়া থানার তাহরিকে খতমে নবুয়তের নেতৃবৃন্দ।
উল্লেখ্য গণকমিশন নামে একটি সংগঠন বাংলাদেশের ১১৬ জন আলেম ওলামাকে ধর্ম ব্যবসায়ী বলে আখ্যা দেয়। তারই প্রেক্ষিতে এনায়েতুল্লাহ আব্বাসী গনকমিশন ও ব্যারিস্টার তুরিন আফরোজকে নিয়ে বক্তব্য দেন। ফলে তার বিরুদ্ধে মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.