Doinik Bangla Khobor

কুমিল্লায় জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ সংবাদকর্মীকে নগদ অর্থ প্রদান

কুমিল্লা প্রতিনিধি :
আজ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের দীর্ঘদিন অসুস্থ থাকা জোষ্ঠ্য সংবাদকর্মী মো. খোরশেদ আলম এর অসুস্থতার খোঁজ খবর নিতে কুমিল্লায় হাজির হন “জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় নের্তৃবৃন্দ। এই সময় সাংবাদিক নেতারা সাংবাদিক খোরশেদ আলম এর শারিরীক ও পারিবারিক সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং তাকে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কিছু নগদ অর্থ প্রদান করেন। ভবিষ্যতেও সাংবাদিক খোরশেদ আলম এর পাশে থাকবেন বলে তাকে আস্বস্ত করেন কেন্দ্রীয় নেতারা। এসময়ে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহীন আলম,কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মো.আহসান হাবিব, ভাইস চেয়ারম্যান শাহ্ ফয়সাল কারীম,ভাইস চেয়ারম্যান নুরে আলম মানিক, সহ অর্থ সম্পাদক মো. খোরশেদ আলম,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সাংবাদিক রিপন, রিমু, বাবুল প্রমূখ।