নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা মহানগরীর চৌয়ারা এলাকায় জিল্লুর রহমান চৌধুরী ওরফে জিলানী হত্যা মামলার ১৫ নাম্বার আসামি তুষারকে গ্রেফতার করেছে সদর দক্ষিন মডেল থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়,তুষার কুমিল্লা সদর দক্ষিন মডেল থানার গোয়ালমথন এলাকার ওসমান মিয়ার ছেলে।সোমবার দুপুরে এএসআই মাহবুবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিনের একবালিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,গ্রেফতারকৃত আসামী তুষারের বিরুদ্ধে জিলানী হত্যা মামলা,ছিনতাই,দস্যুতা,অস্ত্র আইনের মামলা ও ডাকাতি প্রস্তুতি মামলা সহ ৯টি মামলা রয়েছে।আগামীকাল বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হবে।
এছাড়াও জিলানী হত্যা মামলার পলাতক অপর আসামিদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য,চৌয়ারা বাজারে আধিপত্য ও রাজনৈতিক দ্বন্দ্বের সূত্র ধরে গত বছরের ১১ নভেম্বর সকালে সন্ত্রাসীরা যুবলীগ নেতা জিলানীকে নগরীর চৌয়ারা পুরাতন বাজার এলাকায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় তার ভাই ইমরান হোসেন চৌধুরী বাদী হয়ে ২৪ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেন।