মামুন মজুমদার :
কুমিল্লা সদর দক্ষিন উপজেলার নির্ভয়পুর এলাকায় ৪কেজি গাঁজা সহ আলী আশরাফকে আটক করেছে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানা পুলিশ। রবিবার ভোরবেলা এস আই খাদেমুল বাহার ও এএসআই আলমগীর ও ইহতেশামুল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ীকে আটক করে।আটককৃত আসামী হল,নির্ভয়পুর গুচ্ছ গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে আলী আশরাফ। এ বিষয়ে সদর দক্ষিন মডেল থানার অফিসার ইনচার্জ দেবাশিষ চৌধুরী বলেন,আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।