Doinik Bangla Khobor

কুমিল্লায় ৩৩৬ টি ইট ভাটার মধ্যে ৯৩ টির লাইসেন্সের মেয়াদ নেই

বিশেষ প্রতিনিধি :
কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান জানান, কুমিল্লায় ৩৩৬টি ইটভাটার মধ্যে ৯৩টির লাইসেন্সের মেয়াদ নেই। সব ইটভাটা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কুমিল্লায় পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদনহীন কোনো ইটভাটা থাকবে না। যেসব ভাটার লাইসেন্সের মেয়াদ নেই সেগুলোও পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

গত বুধবার দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউপির কালখারপাড়ে এনএসবি ব্রিকফিল্ড নামের একটি ইটভাটা উচ্ছেদ অভিযানে এসব কথা বলেন তিনি।

 এ সময় পরিবেশ অধিদফতর কুমিল্লার উপ-পরিচালক শওকত আরা কলিসহ জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।