হালিম সৈকত, কুমিল্লা থেকে :
রাজনীতি এক রহস্যময় অভিযাত্রা। রাজনীতির দাড়িপাল্লায় কে কখন বড় হয়, হারিয়ে যায়, ফিরে আসে বলা কঠিন। রাজনীতিতে উত্থান পতন, ভাঙা - গড়া আছেই। এতে ধৈর্য হারালে চলবে না। যারা ধৈর্য হারায় তারা হেরে যায়। যারা টিকে থাকে তাদের আদর্শের পরিবর্তন হয় না। সে আদর্শ হলো মাটি ও মানুষের কাছে থাকা।
তেমনই এক নেতা কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ সারওয়ার হোসেন বাবু। নেতাদের থাকে কল্পনা শক্তি। তারা দেখেন স্বপ্ন। সে স্বপ্ন সাধারণ মানুষের জন্য। নেতাদের থাকে সাহস, প্রতি পদক্ষেপে দেয় নির্ভীকতার পরিচয়। মানুষের জন্য নিজেকে উৎসর্গ করাই তাদের জীবনের লক্ষ্য। সমাজকে উদ্বুদ্ধ করার মাঝে তাঁরা সমগ্র জাতিকে করে অনুপ্রাণিত।আবেগ ও ভালবাসা দিয়ে সাধারণ মানুষের সাথে যোগাযোগ স্থাপন তাদের চিন্তা, কথা ও কাজে পরিলক্ষিত হয় এক গভীর সমন্বয়। তাই প্রতিটি পদক্ষেপে প্রকাশ পায় মূল্যবোধের ইন্টিগ্রিটি। আর এসব মাপকাঠিতে যুবলীগ নেতা সারওয়ার হোসেন বাবু সব সময়ই এগিয়ে। তিনি ২০০৯ থেকে ২০১৪ইং কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ছিলেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য (২০০৫-২০১১), সাবেক সদস্য, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগ (২০০১-২০০৫), সাবেক যুগ্ম আহ্বায়ক দাউদকান্দি ছাত্রলীগ সম্মেলন প্রস্তুতি কমিটি (২০০৩), সাবেক সদস্য হোমনা কলেজ শাখা ছাত্রলীগ (১৯৯৮-২০০১) এবং গাজীপুর খান স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি। একজন ভদ্র, নম্র ও অমায়িক মনের মানুষ সারওয়ার হোসেন বাবু। পড়াশোনা করেছেন ডিগ্রি পর্যন্ত।
৭১ পূর্ববর্তী সময় থেকেই তার পরিবার বাংলাদেশ আওয়ামীলীগ এর রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত। তার চাচা ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মান্নান ছিলেন কড়িকান্দি ইউনিয়ন আ'লীগের সাবেক কোষাধ্যক্ষ। আরেক চাচা ডাঃ মোঃ মোতালিব একই ইউনিয়নের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ছিলেন। আপন মামা মোঃ আলাউদ্দিন ভূইয়া তিতাস উপজেলা আ'লীগের সাবেক সদস্য সচিব (২০০৪-২০০৬), সাবেক দপ্তর সম্পাদক দাউদকান্দি উপজেলা আ'লীগ (১৯৯৬-২০০৪), "খ্যাতির চূড়ায় আসীন শেখ হাসিনা" এবং "প্রতীক্ষিত দায় মুক্তি" নামক গ্রন্থের লেখক। ছোট ভাই ডাঃ মোঃ সামসুদ্দিন আহমেদ (সুমন) এমবিবিএস, এফসিপিএস (সার্জারী), স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সদস্য।
বহুগুণে গুণান্বিত এই নেতার রয়েছে তৃণমূল নেতাকর্মীদর সাথে গভীর সম্পর্ক। রাজপথ থেকে ওঠে আসা সারওয়ার হোসেন বাবুর জনপ্রিয়তাও অনেক। কর্মীবান্ধব এই নেতা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন। সেই লক্ষ নিয়েই তিনি কাজ করে যাচ্ছেন প্রতিনিয়ত। এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে বিশ্বাসী এবং রাষ্ট্র নায়ক, ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্ট্রা ও বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ী দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থাশীল হয়ে উত্তর জেলা যুবলীগের হাল ধরতে চাই। বিগত দিন ছাত্রলীগ ও যুবলীগকে শক্তিশালী ও সুসংগঠিত করার পিছনে কঠোর পরিশ্রম করেছি। আমার আশা ও বিশ্বাস কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমার উপর আস্থা রাখবেন। আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের সভাপতি হিসেবে সারওয়ার হোসেন বাবুই আসছেন তৃণমূলেও বদ্ধমূল ধারণা। তারাও বলেছেন সারওয়ার হোসেন বাবু পরীক্ষিত ও জনপ্রিয় নেতা। উত্তর জেলায় তার বিকল্প শুধু তিনি নিজেই।