Doinik Bangla Khobor

কুমিল্লা চৌদ্দগ্রামের আলকরা ইউপি’র ৪ নং ওয়ার্ডের ৭০টি পরিবার দীর্ঘদিন পানি বন্দি

কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে ৭০ টি পরিবার দীর্ঘদিন পানি বন্দি হয়ে আছে। সরজমিনে ঘুরে এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের পশ্চিম ডেকরা গ্রামের পশ্চিম পাড়ায় ৭০টি পরিবারে এক হাজার লোক বসবাস করে। ওই ৭০ টি পরিবারের লোকজন বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই দীর্ঘদিন পানি বন্দী হয়ে আছে। জানা যায় অপরিকল্পিত বাড়িঘর নির্মাণ ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টি হলেই তারা পানি বন্দি হয়ে পড়ে। পানি বন্দি হওয়া পরিবার গুলোর কোমলমতি শিশুরা স্কুল – মাদ্রাসায় যাতায়াতে খুব কষ্ট হচ্ছে। এই নোংরা পানি দিয়ে সব সময় যাতায়াতের কারণে অনেকের এলার্জি চুলকানি দেখা দিয়েছে। পানি বন্দী পরিবারগুলোর দাবি জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট প্রশাসন এ ব্যাপারে নজর দিয়ে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করে তাদেরকে পানি বন্দি থেকে মুক্তি দেওয়ার আহবান।