Doinik Bangla Khobor

কুমিল্লা চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউপি চেয়ারম্যানকে হত্যার চেষ্টায় অস্ত্রসহ ১ যুবক আটক

লুৎফুর রহমান রাকিব চৌধুরী :
কুমিল্লা জেলা চৌদ্দগ্রাম উপজেলার ৮ নং মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মাহফুজ আলম কে হত্যার চেষ্টার ঘটনায় অস্ত্রসহ সাখাওয়াত হোসেন রিয়াজ { ২১} নামে এক যুবককে আটক করেছে চৌদ্দগ্রাম থানার পুলিশ।রিয়াজ ইউনিয়নের বিষবাগ গ্রামের জাফর আহমেদের ছেলে এঘটনায় চেয়ারম্যান নিজ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন গতকাল সোমবার অর্থটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা।এ বিষয়ে চেয়ারম্যান মাহফুজ আলম কে বলেন।রিয়াজ এলাকায় চিন্তিত সন্ত্রাসী। গত রোববার দুপুরে সে মুন্সির হাট বাজারে এক নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ওই নারী ইউপি চেয়ারম্যান কার্যালয়ে এসে আমার কাছে নালিশ করলে আমি রিয়াজের বাবা জাফর আহমেদকে ডেকে এনে রিয়াজকে শাসনের জন্য বলি। এতে সে ক্ষুব্ধ হয়ে দুপুরবেলায় আমার অনুপস্থিতে ইউপি কার্যালয়ে ভাঙচুর চালায় এ খবর পেয়ে কার্যালয়ে ছুটে গেলে সেই পালিয়ে যায় পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়।সোমবার ভোররাতে রিয়াজ ও অজ্ঞাতনামা আরোও তিন চার জন ব্যক্তি আমার বাড়ির ভেতরে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাদেরকে আটক করে।এ সময় সে কোমর থেকে পিস্তল বের করে আমাকে গুলি করে হত্যার চেষ্টা চালায়।খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে স্থানীয়রা অস্ত্রসহ রিয়াজকে পুলিশের কাছে সোপর্দ করে। এ ব‍্যাপারে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রিয়াজকে পুলিশের হেফাজতে নেয় সে সময় ৫ রাউন্ড গুলি ও একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।চেয়ারম্যানকে হত্যার চেষ্টার অভিযোগে রিয়াজকে প্রধান আসামি অজ্ঞাতনামা আরো তিন চার জনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে থানায় মামলা করেন।