বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা নগরীর জেনারেল হাসপাতালে সিজার করতে গিয়ে নবজাতকের মাথা কেটে চৌদ্দ সেলাই দেওয়ার অভিযোগ উঠেছে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে। বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও পরে জানাজানি হয়।
গত রবিবর (১১ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লা নগরীর জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।
নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, আমাদের না জানিয়ে নবজাতকের মাথায় ১৪টি সেলাই দেওয়া হয়েছে।
নবজাতকের বাবা শাহাবুদ্দিনের তথ্য মতে, গত ১১ ফেব্রুয়ারি কুমিল্লা নগরীর আশ্রাফপুর এলাকার শাহাবুদ্দিনের স্ত্রী জুলি (২০) কে সিজারের জন্য কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে ওইদিন রাতে সিজার সম্পন্ন করে রাত আনুমানিক ১১টার দিকে হাসপতালের শিশু ওয়ার্ডে হস্তান্তর করা হয়। ভেতরে আনলে নবজাতকটির মাথায় ১৪ টিরও বেশি সেলাই দেখে নবজাতকের মা হাউমাউ করে কান্নাকাটি করলে চিকিৎসক তাদের বুঝিয়ে বলে একটু সমস্যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত।
নবজাতকের বাবা শাহাবুদ্দিন বলেন, ডাক্তাররা অনেকবার আমাদেরকে রিকোয়েস্ট করে বলছে, এ ঘটনাটি যাতে বাহিরে কাউকে না জানাই। বাচ্চার কোনো সমস্যা হবেনা বলে আমাকে আস্বস্ত করে বলছে কিছুদিন পর ক্ষত ঠিক হয়ে যাবে।।
এ ব্যাপারে সিজারকারী চিকিৎসক জেনিফার শারমিন বলেন, সরকারি রুলস মেতাবেক মিডিয়াতে কোন কথা বলা যাবেনা।
কুমিল্লা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার বলেন, এ বিষয়ে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।