হালিম সৈকত :
কুমিল্লার তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৫ জুন শনিবার দুপুর ১২ টায় কড়িকান্দি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস, পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, তিতাস থানার সেকেন্ড অফিসার মধুসূদন সরকার, কড়িকান্দি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত বিট পুলিশ অফিসার এসআই মোঃ বিল্লাল হোসেন, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সাইদুর রহমান, লেয়াকত মেম্বার, রাসেল মেম্বার, শাহ আলম মেম্বারসহ বিভিন্ন ওয়ার্ডের জনসাধারণ।
এ সময় তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধীন চন্দ্র দাস বলেন, তিতাস থেকে মাদক নির্মূল করা হবে। কে কোন দল করে, কে কার লোক তা দেখার কোন সুযোগ নেই। চুরি, ডাকাতি, চাঁদাবাজি চলবে না। তিতাসকে একটি অন্য রকম ও অনুকরনীয় থানায় পরিনত করতে চাই সকলের সহযোগিতায়।
কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তিতাস উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া বলেন, মাদকের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদক বিষয়ে কাউকে ছাড় দেয়া হবে না। সকলের সম্মিলিত প্রয়াসে পুলিশের সহায়তায় আমরা তিতাসকে মাদকমুক্ত তিতাস গড়ে তুলব ইনশাল্লাহ।