মোঃ জুয়েল রানা, তিতাস থেকে :
করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দরিদ্র পরিবারের সম্মানের কথা চিন্তা করে এবং জনসমাগম এড়িয়ে রাতের আধারে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন কুমিল্লা তিতাস উপজেলার মজিদপুর বাজারে অবস্থিত আয়েশা ব্রাইট ফিউচার স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি তন্ময় হাসান কাজল ও পরিচালক কামরুল হাসান লিটন।
বুধবার রাতে অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলার মজিরপুর, বালুয়াকান্দি ও কাকিয়া খালি এলাকায় প্রায় ৫০টি দরিদ্র পরিবারের মধ্যে এ খাদ্যসামগ্রী বিরতণ করা হয়।
এতে প্রতিজনকে ৫ কোজি চাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি ডাল, ১ কেজি সয়াবিন তেল, ২ কেজি আটা ও ১ কেজি লবন দেয়া হয়।
বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি তন্ময় হাসান কাজল বলেন, দরিদ্র মানুষের সম্মানের কথা চিন্তা করে এবং জনসমাগম এড়িয়ে রাতের আধারে কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে আমরা এ খাদ্য সামগ্রী বিতরণ করেছি। আশা করি আমাদের উদ্যোগ দেখে এলাকার তরুণ ও বিত্তবানরাও এগিয়ে আসবে।