কুমিল্লা সদর প্রতিনিধি :
পূর্ব বাগিচাগাঁও সৈয়দ ওসমান হায়দার চৌধুরী বড় জামে মসজিদ ওয়াকফ এষ্টেটের অভ্যন্তরে ওয়াকফ প্রশাসক বাংলাদেশ, জেলা প্রশাসক, মোতয়াল্লীর, বিনা অনুমতিতে উপরোক্ত এষ্টেটে বেয়াআনী অবৈধভাবে মার্কেট নির্ম্মান করিয়া ভাড়া এবং পজেশন হস্তান্তর করার নীল নকশা কে বাতিল করার জন্য মোতয়াল্লী কতৃক ওয়াকফ প্রশাসক বাংলাদেশ ও জেলা প্রশাসক বরাবরে গত ২৯/৩/২০২১তারিখে আবেদন দাখিলের পর জেলা প্রশাসন তরিৎ ব্যাবস্হা গ্রহন পূর্বক সরকারি নির্দেশনায় অবৈধভাবে মার্কেট নির্ম্মানের সত্যতা পেয়ে কুমিল্লার ওয়াকফ পরিদর্শক কে অনতিলম্বে অবৈধভাবে মার্কেট নির্মাণকাজ বন্ধ এবং উপরোক্ত এষ্টেটের দোকান ভাড়া দোকান হস্তান্তর করার সর্ব বিষয়ে বন্ধ করার নোটিশ জারী করার জন্য সরকারি নির্দেশনা প্রদান করিলে গতকাল বৃহস্পতিবার ২০/০৫/২০২১ তারিখে চার ঘটিকায় ওয়াকফ পরির্দশক অডিট, নিম্নের নিষেধাজ্ঞা খানা জারী করেন। এতে উত্তেজিত হয়ে একাধিক মামলার সর্বআসামীদ্বয় ১)অহিদুর রহমান,(৫০)পিতামৃতমফিজ উদ্দিন। অহিদের ভাতিজা ২)খোরশেদ(৩৫) পিতা মৃত কালুমিয়া ৩) আইয়ুব আলী কানু(৫০) পিতামৃত আকবর আলী ৪) জামাল ড্রাইবার(৩৫)(ওয়াকফ সম্পত্তি জবরদখলকারী) মৃত মানিক মিয়া ৫)সোহেল(২২) পিতা মৃত তৈয়ব আলী সহ উপরোক্ত এষ্টেটের সরকারি নির্দেশনার জারীকৃত সাইনবোর্ড টি ভেংগে ফেলেন সাইন বোর্ডটি ভাংচুর করার পর উপরোক্ত (এষ্টেটের নামফলক সৈয়দওসমান হায়দার চৌধুরী ওয়াকফ এষ্টেট) আইয়ুবআলীকানু ভাংতে নির্দেশ দেন এবং ভাংগেন। যা স্হানিয় এলাকাবাসী ও মুসুল্লীরা উক্ত বিষয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন সরকারি নির্দেশনাকে অহেতুক ভাবে ভাংচুর করা ঠিক হয় নাই এই বিষয়ে মোতয়াল্লী অবগত হয়ে ।এই ঘটনায় উপরোক্ত ব্যাক্তিগনের বিরুদ্ধে সরকারি আদেশের বিরুদ্ধে অমান্য, সরকারি কাজে বাধা, ভাংচুর, সহ বিভিন্ন ধারার অপরাধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান এষ্টেটের মোতায়াল্লী সৈয়দ নাকিব হায়দার চৌধুরী। এই বিষয়ে কুমিল্লা ওয়াকফ পরিদর্শক অডিট এর সহিত যোগাযোগ করিলে ঘটনার সত্যতা স্বিকার করছেন। এবং প্রয়োজনীয়তা আইনগত ব্যাবস্হার জন্য প্রশাসন কে অবগত করেছেন।