বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা নগরীর অাদর্শ সদর উপজেলার দূর্গাপুর কুমিল্লা নগরীর চম্পকনগরে বসতের জায়গা নিয়ে সন্ত্রাসী হামলা অাহত ২
সরেজমিনে কুমিল্লা সদর হাসপাতালে ২য় তলায় বি-১০ ও বি-১১ নং কেবিনে গিয়ে দেখা যায় চম্পকনগরের মৃত অাবুল হাসেমের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মোখলেছুর রহমান ওরফে জুয়েল গংদের হামলার স্বীকার হয়ে একই এলাকার মৃত ডা.গোলাম হোসেনের ছেলে অাকিজ গ্রুপের কর্মকর্তা শামীম অাহমেদ ও ঠিকাদার ফিরুজ অাহমেদ হাসপাতালে অসহ্য যন্ত্রনায় ছটফট করছে। অাহতের ভাই সাংবাদিক তুহিন অাহমেদ জানান,গত শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের পৈত্রিক সম্পতিতে জোরপূর্বক ভাবে সন্ত্রাসী জুয়েল কোদাল দিয়ে মাটি কাটছে,এ সময় মাটি কাটার কারন জানতে চাইলে অতর্কিত ভাবে কোদাল দিয়ে অাঘাত করে অামার ভাই অাকিজ গ্রুপে কর্মরত শামীমের হাত ভেঙ্গে ফেলে এবং কয়েক জায়গায় ফুলা জখম করে এবং অপর ভাই বিদ্যুতের ঠিকাদার ফিরুজ অাহমেদ এর পিঠে কোপ দেয় এবং অাঘাত করে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্বার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন অাছে।
অাহত ফিরুজ অাহমেদ জানান,ঘটনার সাথে সাথে কোতয়ালী মডেল থানার এস অাই অানোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অামাদের দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা দেখতে এসেছিল। তারা অাগামী শুক্রবার বিকালে বিচার শালীশ করে দিবে বলে অাস্বস্থ করেছে,যদি সঠিক বিচার না পাই তাহলে অামরা কঠোর বিচারের জন্য অাইনের অাশ্রয় নেব।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অানোয়ারুল হক জানান,এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ জানায়নি, অভিযোগ পেলে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করব। চম্পকনগরে পূর্ব শত্রুতার জের ধরে বাড়ির জায়গা নিয়ে সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে কুমিল্লা সদর হাসপাতালে ২য় তলায় বি-১০ ও বি-১১ নং কেবিনে গিয়ে দেখা যায় চম্পকনগরের মৃত অাবুল হাসেমের ছেলে চিহ্নিত সন্ত্রাসী মোখলেছুর রহমান ওরফে জুয়েল গংদের হামলার স্বীকার হয়ে একই এলাকার মৃত ডা.গোলাম হোসেনের ছেলে অাকিজ গ্রুপের কর্মকর্তা শামীম অাহমেদ ও ঠিকাদার ফিরুজ অাহমেদ হাসপাতালে অসহ্য যন্ত্রনায় ছটফট করছে। অাহতের ভাই সাংবাদিক তুহিন অাহমেদ জানান,গত শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তাদের পৈত্রিক সম্পতিতে জোরপূর্বক ভাবে সন্ত্রাসী জুয়েল কোদাল দিয়ে মাটি কাটছে,এ সময় মাটি কাটার কারন জানতে চাইলে অতর্কিত ভাবে কোদাল দিয়ে অাঘাত করে অামার ভাই অাকিজ গ্রুপে কর্মরত শামীমের হাত ভেঙ্গে ফেলে এবং কয়েক জায়গায় ফুলা জখম করে এবং অপর ভাই বিদ্যুতের ঠিকাদার ফিরুজ অাহমেদ এর পিঠে কোপ দেয় এবং অাঘাত করে জখম করে। তাদের চিৎকারে স্থানীয়রা তাদের উদ্বার করে সদর হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন অাছে।
অাহত ফিরুজ অাহমেদ জানান,ঘটনার সাথে সাথে কোতয়ালী মডেল থানার এস অাই অানোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অামাদের দেখতে স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা দেখতে এসেছিল। তারা অাগামী শুক্রবার বিকালে বিচার শালীশ করে দিবে বলে অাস্বস্থ করেছে,যদি সঠিক বিচার না পাই তাহলে অামরা কঠোর বিচারের জন্য অাইনের অাশ্রয় নেব।
এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অানোয়ারুল হক জানান,এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ জানায়নি, অভিযোগ পেলে অাইনানুগ ব্যবস্থা গ্রহন করব।