Doinik Bangla Khobor

কুমিল্লা নগরীর ২৭নং ওয়ার্ডে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অব্যাহত

মামুন মজুমদার :
কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে ০৬ থেকে ১১ মাস,১২ থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।এ সময় উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আবুল হাসান।

তিনি দৈনিক বাংলা খবরকে জানান,এ ক্যাম্পেইন আগামী ১৯ জুন পর্যন্ত ০৬ থেকে ১১ মাস,১২ থেকে ৫৯ মাস পর্যন্ত সকল শিশু কে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি অব্যাহত থাকবে।তাছাড়া,শিশুর সুস্থভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টি শক্তির জন্য ভিটামিন ‘এ’ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভিটামিন ‘এ’ চোখের স্বাভাবিক দৃষ্টি শক্তি ও শরীরের স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখে এবং বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন ‘এ’ এর অভাবে রাত কানা এবং অন্ধত্ব সহ চোখের অন্যান্য রোগ শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হওয়া, রক্তশুণ্যতা এবং শিশুর মৃত্যু পর্যন্ত হতে পারে।