কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা মহানগরীর সকল ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে অভিযান অব্যাহত রেখেছে জেলা প্রশাসন।এরই ধারাবাহিকতায় বুধবার দুপুর ৩টা থেকে বিকাল পর্যন্ত নগরীর পদুয়ার বাজার এলাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সিটি কর্পোরেশনের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাতের উপর নির্মিত অবৈধ স্থাপনা ভেঙ্গে উচ্ছেদ করা হয় এছাড়াও রাস্তার উপরে চলে আসা বিভিন্ন মার্কেটের অবৈধ সাইনবোর্ড এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনের অংশের অবৈধ শেড খুলে নেওয়া হয়।কুমিল্লা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ জানান, নগরীর ফুটপাত দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নগরীর প্রতিটি এলাকায় ধারাবাহিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।
তিনি আরো বলেন,সকলের সহযোগিতা পেলে ফুটপাত দখলমুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন কুমিল্লা মহানগরী গড়তে সক্ষম হব।এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করে।