বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি :
আসন্ন ২৮শে নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের তিন বিদ্রোহী প্রার্থী ও এক বিএনপি সমর্থিত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার। চার নভেম্বর বৃহস্পতিবার মনোনয়ন পত্র বাছাই কালে আদ্রা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রাকিবুল হাসান লিমন,চিতড্ডা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামাল, খোশবাস উঃ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফরহাদ হোসেন ও ২০১৬ সালের নির্বাচনে ধানের শীষ থেকে নির্বাচিত বিএনপি নেতা মোঃ ওমর ফারুক সহ সকলের ঋণখেলাপী থাকার অভিযোগে মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।উল্লেখ্য চার প্রার্থীই জামিনদার ছিলেন,মূল ঋণ গ্রহিতা টাকা পরিষোধ না করায় বাংলাদেশ ব্যাংকের আইন অনুযায়ী প্রত্যেক জামিনদার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না।