এম শাহীন আলম :
কুমিল্লায় জাতীয়তাবাদী দল (বিএনপি'র) রাজনীতিতে দুই প্রভাবশালী প্রতিদ্বন্দ্বীকে এক মঞ্চে দেখে উজ্জেবিত নেতা কর্মীরা। আজ ১৭ সেপ্টেম্বর (শনিবার) সকালে কুমিল্লা মহানগর বিএনপি'র সাংগঠনিক ও পরিচিত সভায় দীর্ঘদিন পর পাশাপাশি বসে আলাপচারিতায় বেশ উৎফুল্ল দেখতে পেল তাদের সমর্থক নেতাকর্মীরা সদ্য নির্বাচিত মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু'কে।
কুমিল্লায় আলোচিত আবু ও টিপু মহানগর বিএনপি'র দু'টি গ্রুপের বর্তমানে প্রতিনিধিত্ব করছেন। নতুন কমিটির পরিচিতি সভায় প্রকাশ্যে তাদের এক মঞ্চে বসে নতুন সাংগঠনিক তৎপরতা বাড়তে পারে বলে মনে করছেন শীর্ষ নেতারা।
কুমিল্লা মহানগর বিএনপির সদ্য আহ্বায়ক উৎবাতুল বারী আবু'র সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রান ও পুনর্বাসন সম্পাদক কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন।
আলোচনা সভায় হাজী ইয়াছিন তিনি বলেন, এই মুহুর্তে কুমিল্লা মহানগর বিএনপি অনেক শক্তিশালী সাংগঠনিক ক্ষমতায় আছে। সকল নেতা কর্মীরা ঐক্য থাকলে ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায় মোঃ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোঃ রাজিউর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান ছুটি, ভিপি নজরুল ইসলাম, মোঃ মামুনুর রশিদ মজুমদার, আবদুল জলিল, মোঃ শহিদুল্লাহ রতন, এডভোকেট মোঃ হোসেনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতা কর্মীরা।