কুমিল্লা শেষ হলো মহানগর আঃলীগের সম্মেলন দু-গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় সাংবাদিকসহ আহত কয়েকজন

রাজনীতি

বিশেষ প্রতিবেদক :
কুমিল্লায় শেষ হলো মহানগর আঃলীগের এি-বার্ষিক সম্মেলন,এই সম্মেলনকে ঘিরে সম্মেলনস্থলের বাইরে দু-গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, এতে প্রথম আলো’র ফটো সাংবাদিকসহ আহত কয়েকজন। এই প্রথমবারের মতো অনুষ্ঠিত্ব সম্মেলনে আওয়ামী লীগের প্রথম সারির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
আজ শনিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম এমপি,তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায় বিএনপি, এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। আমাদের সংবিধানে স্পষ্ট আছে কোন অনির্বাচিত ব্যক্তির মাধ্যমে কোন নির্বাচন হবে না, তত্ত্বাবধায়ক সরকার অবৈধ, এটা হাইকোর্টের রায়। এসব তত্ত্বাবধায়ক সরকারের দাবী নিয়া লাফালাফি করে লাভ নেই। বাইরে থেকে কিছু টাকা-পয়সা আসে এগুলো ভাগবাটোয়ারা করে লাফালাফি করে। এদের দিয়ে কিছুই হবে না। জনগণ ওদের চিনে ফেলেছে। এসব না করে নির্বাচনে আসুন।
বিএনপিকে উদ্দেশ্য করে শেখ সেলিম বলেন, সামনে নির্বাচন, সবাই মিছিল মিটিং করছে। আপনারাও (বিএনপি) করেন, আমরা বাধা দেবনা। তবে মিছিল মিটিংয়ের নামে সন্ত্রাসী কার্যকলাপ,জঙ্গিবাদী তৎপরতা হলে তাদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
শেখ সেলিম বলেন, আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাংগঠনিকভাবে আওয়ামী লীগ শক্তিশালী হলে কোন শক্তি আমাদের পরাজিত করতে পারবে না। তাই আওয়ামীলীগকে শক্তিশালী করতে হলে আদর্শিক নেতাকর্মী হতে হবে।
সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য করে বলেন, ফখরুল সাহেবের কী খবর? শুয়ে আছেন টাকার বস্তার ওপর। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মেলনে কত লোক হয়েছে, আসেন এবং দেখে যান। এটা বিভাগীয় কোনো সমাবেশ না, শুধু মহানগর ইউনিট। আপনাদের মতো ভাড়া করা লোক নেই এখানে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে, তাহলে আবারও ভোট চুরি করবে, খুন করবে। গণতন্ত্র হরণ করবে এই বিএনপি। বিএনপির সঙ্গে জনগণ নেই। আগামী জাতীয় নির্বাচনে খেলা হবে। আন্দোলনে, নির্বাচনে, ভোট চুরির বিরুদ্ধে, ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটারদের বানানোর বিরুদ্ধে খেলা হবে।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. আবদুস সবুর, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আরফানুল হক রিফাত।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে দুপুরে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি ও সাধারণ সম্পাদক পদে সিটি মেয়র আরফানুল হক রিফাত পুনরায় নির্বাচিত।

Leave a Reply

Your email address will not be published.