বিশেষ প্রতিবেদক :
কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার বিশ্বরোড মোড়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনাকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে নিন্মমানের উপকরণ দিয়ে বিভিন্ন নামের নকল আইসক্রিম তৈরি করে বাজারজাত করা হচ্ছে। বিভিন্ন কোম্পানির নামে ছাপানো প্যাকেটে ব্যবহার করা হচ্ছে অনুমোদন বিহীন বিএসটিআই এর মনোগ্রাম। অভিযানে ১০,০০০ পিস নকল প্যাকেট, প্রায় ১৫,০০০ পিস নিন্মমানের আইসক্রিম ও ক্ষতিকারক কেমিক্যাল জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং জব্দকৃত মালমাল ধ্বংস করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না পাওয়া পর্যন্ত আইসক্রিম তৈরির কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে...
উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এবং সদর দক্ষিণ মডেল থানার সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআই এর প্রতিনিধি উপস্থিত ছিলেন.