এম শাহীন আলম :
বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর আজ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরে মধ্যে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেলের স্বাক্ষরিত কমিটির তালিকা প্রকাশে গণ-মাধ্যমের নিকট পৌঁছানো হয়েছে।
জানা যায়,গত বছরের ৬ অক্টোবর আব্দুল্লাহ আল মামুন অপুকে সভাপতি ও তুহিন হোসেন কে সাধারণ সম্পাদক ও মাধব চন্দ্র বৈষ্ণবকে সাংগঠনিক সম্পাদক পদে ঘোষণা করে ছাত্রলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছিল। তখন দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দায়িত্ব দেওয়া হয়েছিল সভাপতি ও সাধারণ সম্পাদককে। তাদের সাংগঠনিক দক্ষতায় ৫ মাসের মাথায় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো আজ। এতে সভাপতি আব্দুল্লাহ আল মামুন অপু'র সঙ্গে সহ-সভাপতি পদে রয়েছেন আরে ৮ জন।
সহ-সভাপতি যারা হয়েছেন আবুল কাউছার দুলাল,রিফাত আহম্মেদ মজুমদার,মমিনুল ইসলাম বাবু,জাহিদুল হাসান শুভ,কামরুল ইসলাম মিঠু,তোফায়েল আহম্মেদ,মন্জুর হোসেন,ফরহাদ হোসেন রানা।
সাধারন সম্পাদক মোঃ তুহিন হোসেনের সঙ্গে যুগ্ম সাধারন সম্পাদক রয়েছেন ৫জন।
যুগ্ম সাধারন সম্পাদক যারা- ইমরান পোদ্দার,আকিব মজুমদার,কেপায়েত উল্লা,শাখাওয়াত হোসেন জিসান,কামরুল হাসান রিদয়।
সাংগঠনিক সম্পাদক যারা- মাধব চন্দ্র,সাইফুল ইসলাম অপু,হেলাল মজুমদার,মেহেদী হাসান সুমন,আরিফুর রহমান।
প্রচার সম্পাদক হয়েছেন শামীম হোসেন রবি।
দপ্তর সম্পাদক হয়েছেন সৈকত সেন।তার সঙ্গে উপ দপ্তর সম্পাদক রয়েছেন খোরশেদ আলম সজীব।
অর্থ বিষয়ক সম্পাদক হয়েছেন তোফায়েল আহম্মেদ।
আইন বিষয়ক সম্পাদক হয়েছেন শিমুল রেজা।
গ্রন্থনা প্রকাশনা বিষয়ক সম্পাদক হয়েছেন সাইদুর রহমান রাকিব।
সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন বাঁধন দেবনাথ।
শিক্ষা পাঠ চক্র সম্পাদক হয়েছেন ফরহাদ মজুমদার।
সমাজসেবা সম্পাদক হয়েছেন নুর মোহাম্মাদ ফাহিম।
ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন হেলাল আহম্মেদ।
পাঠাগার বিষয়ক সম্পাদক হয়েছেন আল আমিন।
তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হয়েছেন আবু বকর।
ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন শারমিন আক্তার।উপ ছাত্রী বিষয়ক সম্পাদক হয়েছেন নাজনীন সুলতানা।
পরিবেশ বিষয়ক সম্পাদক হয়েছেন জাকির হোসেন।বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক হয়েছেন আবদুল খালেক।
ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন আবদুর রহিম
শিক্ষা বিষয়ক সম্পাদক হয়েছেন সানাউল আজীম।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হয়েছেন জাকারিয়া সজিব।
সহ সম্পাদ হিসেবে দায়িত্ব পেয়েছেন ২১জন।তারা হলেন- সাকিবুল ইসলাম সাকিব,রাসেল আহম্মেদ,মনির হোসেন,জাহিদুল ইসলাম,মেহেদী হাসান,সাকিবুল ইসলাম,কামরুল ইসলাম,জুয়েল হোসেন,রাকিবুল ইসলাম,হাসান মাহমুদ,সৈকত,জাহিদুল ইসলাম,তোফায়েল হোসেন,কাজী নাজমুল,এমদাদুল হোসেন,আশিকুর রহমান,হাবিব চৌধুরী,সজীব শীল,শরিফুল ইসলাম,বশির আহম্মেদ,মাইনুল ইসলাম।
কমিটিতে ১৬ জন সদস্যের তালিকাও রয়েছে।তারা হলেন,আমিরুল,আশিকুর,হারুন,আউসার,সজিব,শান্ত,ইসতিয়াক,তাইমুন,শহিদুল,জাহিদ,মোশারফ,রাকিবুল, মোজাম্মেল,রেজাউল,আশিকুর,তাওহিদুল প্রমূখ।