শাহ ফয়সাল কারীম :
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ইউএনও মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন সদর দক্ষিণ বাসীকে শুরুতে জানাই ঈদ শুভেচছা,করোনা অবস্থা আমরা সবাই নিয়ম কানুন মেনে চলি তাহলে আমরা সকলে ভালো থাকতে পারমু । কোরবানীর পুশুর ময়লা নিরদৃষ্ট জায়গা রাখবেন এবং পরিবেশ নষ্ট করবেন না । এক দুই মাসের জন্য সদর দক্ষিণে পাচঁটি প্রতিষ্ঠানে চামড়া রাখার ব্যবস্থা আছে । চমড়া রাখার জন্য সরকারি ভাবে লবণ দেওয়া হবে । সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমিও আপনাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই ।