মামুন মজুমদার :
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যাগে
"ক্লিন কুমিল্লা, গ্রীন কুমিল্লা," "স্বাস্থ্যবিধি মেনে চলুন, পরিস্কার পরিচ্ছন্ন থাকুন," "বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি” ও ” আপনার চারপাশ পরিস্কার রাখুন, পরিবেশ বাঁচান” এই প্রত্যয় ধারণ করে সমগ্র কুমিল্লা জেলায় পর্যায়ক্রমে ব্যাপক পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে হাজা-মজা জলাশয় সংস্কার কার্যক্রম' এর আওতায় দক্ষিণ রামপুর থেকে উপজেলা পরিষদ পর্যন্ত খালের কচুরিপানা পরিষ্কার করার কাজ শুরু করে সদর দক্ষিন উপজেলা প্রশাসন।
এ বিষয়ে সদর দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার শুভাশিস ঘোষ জানান,সদর দক্ষিনের জলাশয়কে আবর্জনামুক্ত করে পরিচ্ছন্ন রূপে পরিনত করা হবে।