মামুন মজুমদার :
প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গীকার রুখতে হবে নব্য স্বৈরাচার এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে কুমিল্লা সদর দক্ষিন ও লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।এ প্রতিষ্ঠা বার্ষিকীর উল্লেখযোগ্য কর্মসূচি হল আলোচনা সভা ও কেক কাটা।১৯৭৮ সালের (১ সেপ্টেম্বর)এই দিনে জিয়াউর রহমানের হাত ধরে জন্ম হয় দলটির।
অনুষ্ঠানে কুমিল্লা সদর দক্ষিন উপজেলা বিএনপি'র সভাপতি হাজী ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,কুমিল্লা দক্ষিন জেলা বিএনপি'র সদস্য ও সদর দক্ষিন উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মাহাবুব আলম চৌধুরী,
পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মামুনুর রশিদ মজুমদার,সদর দক্ষিন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আনোয়ার উল্লা বি.এস.সি,গলিয়ারা ইউনিয়ন বিএনপি সভাপতি হারুনুর রশিদ মজুমদার,চৌয়ারা ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আবু সাঈদ বাবুল,বাগমারা দক্ষিণের বিএনপি'র যুগ্ন আহবায়ক আক্তারুজ্জামান রকেট,পৌর বিএনপি প্রচার সম্পাদক মিজানুর রহমান আজাদ,সদর দক্ষিন উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন,বিএনপি নেতা সিব্বির,মোর্শেদ,সাত্তার,মাস্টার শিপন,কুমিল্লা মহানগর যুবদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হাসান ইমাম মজুমদার,কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আনোয়ার,সদর দক্ষিণ উপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম, সদর দক্ষিণ উপজেলা যুবদলের সমন্বয়ক সায়েম মজুমদার,আবু আহাম্মেদ মজুমদার,জাহাঙ্গীর আলম,আবুল বাশার পারভেজ,হাবিবুর রহমান,আহসান উল্লা,সহিদুল ইসলাম,রুবেল,মাহাবুবুর রহমান,ওমর ফারুক, সদর দক্ষিণ উপজেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক জয়নাল আবেদিন,সদস্য সচিব কিবরিয়া জুয়েল, মহানগর সেচ্ছাসেবকদলের সহ- সভাপতি জহিরুল ইসলাম মজুমদার ,মিজানুর রহমান চৌধুরী,সদর দক্ষিণ উপজেলা তাঁতীদলের আহ্বায়ক আদম শফিউল্লাহ,সদস্য সচিব জুয়েল, মহানগর যুবদল জামাল হোসেন, ইউনুস বেপারী, মানিক,ছোটন,ছাত্রদল নেতা কাজী মেহেদী হাসান,রাসেল খান,সাদমান,সাজ্জাদ হোসেন মজুমদার , মাসুদ কায়সার রবিন, শাহাদাত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,আজ থেকে ৪৩ বছর আগে দেশের এক চরম ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিশ্ববরেণ্য রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এদেশের মানুষকে একদলীয় দুঃশাসনের অন্ধকার যুগ থেকে রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি প্রতিষ্ঠা করেন।আমরা তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।
দলের চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আরও বলেন, বারবার দেশ ও গণতন্ত্রের সংকটকালে অসীম সাহসিকতার সঙ্গে জুলুম-নির্যাতনকে সহ্য করেও দুর্বার আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন,আমরা সেই অদম্য সাহসের প্রতীক ও এই দিনে দলের প্রতিষ্ঠালগ্ন থেকে এখনও পর্যন্ত যে সব নেতা মৃত্যুবরণ করেছেন তাদের প্রতিও জানাই গভীর শ্রদ্ধা।
বক্তারা আরো বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে সকলকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার জন্য উদাত্ত আহ্বান জানাই।