কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ পিস নেশাজাতীয় ট্যাবলেট "টাপেন্টাডল" সহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুর ২ টার দিকে কুষ্টিয়া মডেল থানাধীন কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে থেকে মাদক ব্যাবসায়ী রিপন হোসেনকে(৩০) আটক করা হয়। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি আরও জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুষ্টিয়া মডেল থানাধীন বাগডাঙ্গা মাঠপাড়া সাকিনস্থ কুষ্টিয়া টু আলমডাঙ্গা সড়কে অবস্থিত ষ্টীলব্রীজের পূর্ব পার্শ্বে একজন লোক নেশাজাতীয় "টাপেন্টাডল"গ্রুপের ট্যাবলেট নিয়া বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই মোঃ কায়েস মিয়া সংগীয় অফিসার ফোর্সসহ উক্ত স্থানে পৌছলে ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া কৌশলে পালানোর চেষ্টাকালে পুলিশ রপন হোসেনকে (৩০) আটক করে এবং তার ডান হাতে থাকা একটি কমলা রংয়ের শপিং ব্যাগের মধ্যে রক্ষিত ২০০পিস "টাপেন্টাডল"উদ্ধার করে।
কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ খাইরুল আলম বলেন আটক মাদক ব্যাবসায়ী রিপন হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।এছাড়া ও মাদক নির্মুলে পুলিশের এ অভিযান চলমান থাকবে।