মোঃ নুরুল ওহাব, গুইমারা খাগড়াছড়ি থেকে :
গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত হয়েছে।
শনিবার ২৫ মার্চ সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলনে কক্ষে গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় (ভারপ্রাপ্ত)উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফজাল হোসেন টিপু, সমবায় কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, মুক্তিযোদ্ধা ডাঃ শাহ আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর ও সভার সভাপতি নির্বাহী কর্মকর্তা।
বক্তারা বলেন আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল।
এদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইটের নীলনকশা অনুযায়ী বাঙালী জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালীদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে। সে গনহত্যা দিবস আন্তর্জাতিক স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।