মোঃ খাইরুজ্জামান সজিব :
আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হবে আগামী ১৭ ই অক্টোবর-২০২২ এ নির্বাচনে চেয়ারম্যান পদে যে কয়জন প্রার্থী রয়েছেন তাঁর মধ্যে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষ স্থানে রয়েছেন বি,এম,এ খুলনা শাখার সভাপতি
ডাঃ শেখ বাহারুল আলম আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন। তার নির্বাচনী বিষয় তাঁর সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি দৈনিক বাংলার খবর ডট নেট,এর প্রতিনিধি কে জানান প্রত্যেক প্রার্থী যোগ্য মনে করেই প্রার্থী হয়েছে। আমার জায়গা থেকে আমি মনে করছি যে আমি যোগ্য সাবেক খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ তাঁর জায়গা থেকে সে মনে করছে সে যোগ্য কে যোগ্য সেটা বিবেচনা করবে এক মাত্র ভোটাররা
আমি এ নির্বাচনে চেয়ারম্যান পদে
জয়ী হবো সেটা ১০০% নিশ্চিত কারন ভোাটারদের সাথে কথা বলে জানতে পেরেছি তাঁরা পরিবর্তন চায় তাদের দাবী,দাবা আদায়ের কথা মন খুলে বলতে চায়। তাঁর নির্বাচনী বিষয় খুলনা জেলার ৯ টি উপজেলায় সরজমিনে গেলে জানা যায়। বি,এম,এ খুলনা শাখার সভাপতি- চিকিৎসক সমাজের গর্ব ডাঃ শেখ বাহারুল আলম অত্যন্ত,ভদ্র,নম্র বিনয়ী, পর উপকারী মেধাবী ও যোগ্যা আমাদের কাছে অতিপ্রিয় আস্থাভাজন একজন ব্যাক্তিত্ব তাই আমরা সকল ভোটারগন সিদ্ধান্ত নিয়েছি আগামী ১৭ ই অক্টোবরের নির্বাচনে তাঁর আনারস প্রতীকে ভোট দিয়ে তাঁকে খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত করবো সেটা আমরা শতভাগ নিশ্চিত। কারন বিগত দিনে আমাদের কোনো দাবী দাবা,আদায় হইনি এবার আমাদের সকল দাবী,দাবা আদায়ের কথা বলতে পারবো মন খুলে বলে আমরা সকলে শতভাগ আশাবাদী। তাছাড়া ও এবার আমরা সকলে খুলনা জেলা পরিষদে সকল পদে পরিবর্তন দেখতে চাই।