মোঃ খাইরুজ্জামান সজিব :
সাবেক ইউপি সদস্য -৬ নং উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ কয়রা
সভাপতি- বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ কয়রা উপজেলা শাখা।
আসন্ন খুলনা জেলা পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্টিত হবে
আগামী- ১৭ ই অক্টাবর এ
নির্বাচনে সংরক্ষিত মহিলা আসন -১ এর ১,২,৩ নং ওয়ার্ডে প্রচারও প্রচারনায় এগিয়ে আছেন নীলিমা চক্রবর্তী। এ বিষয় দাকোপ,কয়রা পাইকগাছা উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান,ইউপি সদস্যদের সাথে আলাপ আলোচনায় জানা যায় যে। নীলিমা চক্রবর্তী যগ্ন- সাধারন সম্পাদিকা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কয়রা উপজেলা শাখা,সাধারন সদস্য খুলনা জেলা মহিলা আওয়ামী লীগ,সভাপতি- পিপলস ফোরাম দাকোপ,কয়রা
আজীবন সদস্য - রেডক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা শাখা এছাড়াও সামাজিক অঙ্গ সংগঠনের সাথে এককভাবে জড়িত রয়েছেন
তিনি। গ্রহন যোগ্যতা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের কাছে প্রাধান্য পেয়েছে,সেই সাথে বর্তমানে কয়রা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি থাকা অবস্থায় তাঁর কাজের সুনাম রয়েছে, নীলিমা চক্রবর্তীর কাছে নির্বাচনের বিষয় জানতে চাইলে দৈনিক বাংলার খবর ডট নেটের প্রতিনিধি কে জানান আমি কয়রা উপজেলা মহিলা আওয়ামীলীগ এর বর্তমান সভাপতি
থাকা কালীন কোনো অনিয়ম হতে দেয়নি , আমি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারের দেওয়া আর্থিক সহযোগিতা দিয়েছি , আমি আমার জীবনে জনসাধারণকে আঁকড়ে ধরে তাদের সেবা করে বেঁচে থাকতে চাই,
তাই আমি সকল ভোটারদের কাছে তাদের মূল্যবান ভোটটা মাইক মার্কায় দিয়া পাশাপাশি সকল জনগণের কাছে দোয়া ও আশীর্বাদ চাচ্ছি যে মহান সৃষ্টিকর্তার কৃপায় আমাকে নির্বাচিত করে সকলের অধিকার প্রতিষ্ঠিত রক্ষা করার তৌফিক দান করেন ।