রাজু আহম্মেদ,গজারিয়া থেকে :
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় চারদিকে তারুণ্যের জয় জয়কার,গজারিয়া উপজেলায় ও তাঁর ব্যতিক্রম নয়,মহিলা ভাইস চেয়ারম্যান পদে তরুনদের ভীড়ে ব্যতিক্রম এক নারী,যিনি জীবন,যৌবনের অনেক টা সময় কাঁটিয়েছেন রাজনীতির পিছনে,দু:সময় থেকে দীর্ঘ দিন যাবৎ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে গজারিয়ায় দলকে সুসংগঠিত করে রেখেছেন,চিকিৎসা পেশায় নিয়োজিত থাকার সূত্রে মিশেছেন তৃণমুল মানুষের সাথে একজন স্বজ্জন,সামাজিক মানুষ মীনা আক্তার।
স্বামী ডা:আব্দুর রহমান দু:সময়ে উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে আস্থা,ভরসার স্থানে রয়েছেন।
বিশেষ করে জামালদী বাস ষ্টান্ড এলাকায় বেসরকারি ক্লিনিক ব্যবসায় চিকিৎসা সেবায় নিয়োজিত থাকার কারণে বালুয়াকান্দী,হোসেন্দী ও টেংগারচর ইউনিয়নের সাধারণ মানুষের হাঁড়ির খবর রাখা এই দম্পতি এখন ঘুরে বেড়াচ্ছে মানুষের ঘরে ঘরে।হোসেন্দী ইউনিয়ন মেয়ে ও বালুয়াকান্দী ইউনিয়ন এর বউ হওয়ার সুবাধে এই দুই ইউনিয়নে ভোটের মাঠে বিশেষ সুবিধা পাবেন বলে মনে করেন সুধীজনে’রা।
তরুনদের মাঝে তিনি কেন প্রার্থী এমন প্রশ্নের জবাবে তিনি জানান,চাকুরীর সুবাধে সরাসরি নির্বাচনে অংশ গ্রহণ করতে পারি নাই,অথচ সাড়া জীবন মানুষের জন্য কাজ করেছি,এখন হাতে অনেক সময়,মানুষের জন্য কাজ করার সুযোগ বেশী,আমৃত্যু মানুষের সেবায় নিয়োজিত থাকতে নির্বাচনে প্রার্থী হয়েছি।
তিনি বিশ্বাস রাখেন গজারিয়াবাসী তাঁর সাড়া জীবন এর কাজের মূল্যায়ন করে এবার তাঁকে নির্বাচিত করবেন।