আন্তর্জাতিক ডেস্ক :
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আশরাফ গণি দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় কোনো আলোচনায় বসবে না তালেবানরা। বর্তমানে দেশটিতে যে অবস্থা বিরাজ করছে, তাতে সেখানে একটি রাজনৈতিক সমাধান খোঁজা খুবই কঠিন বিষয়। বিদেশি সাংবাদিকদের সঙ্গে রাজধানী ইসলামাবাদে আলোচনাকালে এসব কথা বলেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ইমরান খান আরো বলেন, তিন থেকে চার মাস আগে আমি তালেবানদেরকে আলোচনার টেবিলে ফেরানো চেষ্টা করেছি। কিন্তু পরিস্থিতি এখন যা, তাতে আশরাফ গণি যতদিন দেশটিতে প্রেসিডেন্ট আছেন, ততদিন সরকারের সঙ্গে কোনো আলোচনায় যাবে না তালেবানরা। উল্লেখ্য, আফগানিস্তানের রাজধানী কাবুলসহ বিভিন্ন অঞ্চলে অস্থিতিশীলতার জন্য ইসলামাবাদের সমালোচনা করেছে আফগান সরকার। তারা বিশ্বাস করে, আফগানিস্তানের সহিংসতায় তালেবানদের সহায়তা করছে পাকিস্তান।
সম্প্রতি পাকিস্তান বিরোধী একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু করেন আফগানরা। এতে তারা দেশের অবনতিশীল পরিস্থিতিতে পাকিস্তানকে দায়ী করেন। নতুন করে তালেবানদের উত্থানে সহিংসতা বৃদ্ধি পেয়েছে আফগানিস্তানে। পরিস্থিতির এতটাই অবনতি হয়েছে যে, মিলিশিয়ারা জনগণের সম্পদ লুটপাট করছে। হত্যা করছে বেসামরিক লোকজনকে। সরকারের কাছ থেকে কেড়ে নিচ্চে বহু এলাকা।