শাহাদাৎ হোসেন সরকার :
সাংগঠনিক কার্যকলাপ বর্হিভূত কর্মকান্ড করার কারনে সংগঠনের সার্থে সাধারণ সম্পাদক, সহ সভাপতি, কোষাধ্যক্ষ, আইন ও তথ্য বিষয়ক সম্পাদক সহ একাধিক পদ পদবীদের বহিষ্কার করা হয়। উক্ত পদ পদবী খালি থাকায় সংগঠনের স্বার্থে গত ০১/০৯/২০২১ ইং তারিখ রোজ বুধবার কাশিম কাশিমপুর প্রেসক্লাবে উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
উক্ত উপ নির্বাচনে মোট ভোটার সংখ্যা (৪০) এর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ১০ জন, ভোট কাস্ট হয়েছে ৩৯ টি এর মধ্যে সহ সভাপতি পদপ্রার্থী তিনজন( ১) আব্দুর রহমান পেয়েছেন ১০ ভোট , ২/ আমিনুল ইসলাম পেয়েছেন ১৩ ভোট , ৩/ মোশারফ হোসেন মুসা সর্বোচ্চ ১৬ ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
সাধারণ সম্পাদক প্রার্থী তিনজন,। যার মধ্যে মাজহারুল ইসলাম প্রতিক একাই ২৪ ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আলী সিমান্ত পেয়েছেন ১৫ ভোট। কবির হোসেন পেয়েছেন শুন্যে ভোট ,
কোষাধ্যক্ষ দুই জন, টিপু সুলতান কুদ্দুস পেয়েছে ১৫ ভোট , নেছার উদ্দিন সর্বোচ্চ ২৪ , ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
তথ্য ও আইন বিষয়ক সম্পাদক দুই জন, মৃদুল ধর ভবন পেয়েছেন ১৫ ভোট , আব্দুলাহ আল মামুন ২৪ ভোট পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
উক্ত উপ-নির্বাচনে সহ সভাপতি হিসেবে উত্তীর্ণ হয়েছেন মোশারফ হোসেন মুসা, সাধারণ সম্পাদক হিসেবে মাজহারুল ইসলাম প্রতিক, কোষাধ্যক্ষ, মোঃ নেছার উদ্দিন, তথ্য ও আইন বিষয়ক সম্পাদক হয়েছেন। আব্দুলাহ আল মামুন। উক্ত নির্বাচন শেষে বিজয়িদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।