রবিউল আলম গাজীপুর থেকে :
গাজীপুরে কুনিয়া বড়বাড়ী থেকে বিপুল পরিমাণ গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১।
গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া বড়বাড়ী থেকে শুক্রবার ৪ ফেব্রুয়ারি দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সাড়ে ৮২ কেজি গাঁজাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও একটি প্রাইভেটকারও জব্দ করা হয়। আটকের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১ এ তথ্য জানায়।
আটককৃতরা হলো- ব্রাক্ষণবাড়ীয়া জেলার মৃত আব্দুর রশিদ ভূঁইয়ার ছেলে বরকত উল্লাহ (৩৪), একই জেলার রফিক মিয়ার ছেলে আবুল বাশার ওরফে সফিউল (২৮), এমরান হোসেনের ছেলে সজল (২৩), মোঃ সুজন মিয়ার ছেলে তাফাজ্জল হোসেন (২০), সেলিম মিয়ার ছেলে বিপুল হোসেন (২০) এবং কুমিল্লার মোঃ জয়নাল হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।
ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে কৌশলে বিভিন্ন পণ্যবাহী গাড়িতে করে বাক্ষণবাড়ীয়া জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।